নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাধাবল্লভপুরে কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

রাধাবল্লভপুর থেকে নাইকুড়ি পর্যন্ত মিছিল সংগঠিত হয়। এক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই বিশাল মিছিল করে বিজেপি নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

একাধিক দাবিদাওয়া নিয়ে তারা শহীদ মাতঙ্গিনী ব্লকে বিক্ষোভ দেখায় এবং স্মারকলিপি প্রদান করে। দাবিদাওয়ার মধ্যে ছিল, আমপান ঝড়ে প্রাপ্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তের তালিকা জনসমক্ষে প্রকাশিত করা, ত্রাণের লুঠেরাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া।

এছাড়াও একাধিক দাবিদাওয়া নিয়ে গণডেপুটেশন দেয় জেলা বিজেপি নেতৃত্বরা। তৎসহ কৃষিবিলের সমর্থনে বিশাল মিছিল করা হয় তমলুকের বুকে। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
আরও পড়ুনঃ হাথরাসের ঘটনার প্রতিবাদে জাকাত মাঝি পরগণার প্রতিবাদ মিছিল
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কৃষি বিল নিয়ে কার্যত কাঠ গড়ায় তুললেন রাজ্যের বর্তমান শাসক দলকে। তিনি বলেন,”কৃষি বিল নিয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে শাসক দলের কর্মীরা, তাই সাধারণ মানুষকে এই বিলের সম্বন্ধে সচেতন করতে এসেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584