শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর নিজের জেলা বালুরঘাটে প্রথম দুর্গাপুজো কাটালেন সুকান্ত মজুমদারের। সকালে নিজের পাড়ার ক্লাব মৈত্রী চক্রে সস্ত্রীক অষ্টমীর দিতে যান বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘটের সাংসদও তিনি।
রাজ্যের দলীয় দায়িত্ব হাতে পাওয়ার পর ব্যস্ততা বেড়েছে অনেকটাই, তাও অষ্টমীর দিনটা পরিবারের সঙ্গে নিজের পাড়ায় কাটাবেন বলে আগের দিনই কলকাতা ছেড়ে পৌঁছে গিয়েছেন বালুরঘাট। বুধবার সকালে স্ত্রী ও ছেলেকে নিয়ে পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি দেন সুকান্তবাবু।
যতই পুজোর সময় পারিবারিক সময় কাটানোর কথা বলুন, অষ্টমীর অঞ্জলির প্রার্থনাতেও রাজনীতির বাইরে যেতে পারলেন না তিনি। জানালেন, “মায়ের কাছে একটাই জিনিস চেয়েছি। পশ্চিমবঙ্গে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। রাজনৈক হিংসা যেন পশ্চিমবাংলার বুক থেকে মুছে যায়। কেউ ভিন্ন মত, ভিন্ন দল করার জন্য, কাউকেও যেন আরেক দলের হাতে আক্রান্ত হতে না হয়। পশ্চিমবঙ্গের রাজনীতির যে খারাপ একটা দিক উঠে এসেছে বিগত বেশ কয়েক বছর ধরে, আমরা যেন তা আস্তে আস্তে পেরিয়ে আসি।“ উৎসবের দিনেও ক্ষুদ্র দলীয় রাজনীতির বাইরে কিছু দেখতে পেলেন না বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুনঃ বিয়ের মত ‘ক্ষুদ্র স্বার্থে’ হিন্দু যুবক-যুবতীদের ধর্মান্তর রোধে এগিয়ে আসার আহ্বান মোহন ভাগবতের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584