নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া সহ আরো কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
করোনার বেশ কিছু উপসর্গ থাকায় তিনি তিন চার দিন বাড়ির বাইরে বের হননি। বেশকিছু দলীয় সভায় যোগ দিয়েছেন তবে ভারচুয়ালি। বিজেপি সূত্রে জানা গিয়েছে রবিবার সুকান্তবাবুর করোনা পরীক্ষার ফল রবিবার পজিটিভ আসে। নেমে যায় রক্তে অক্সিজেনের পরিমাণও। সেকারণে পারিবারিক সূত্রে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৭ টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের ৪ জন বিচারপতি সংক্রমিত, কোয়ারেন্টাইনে ১৫০ -এর বেশি কর্মী
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584