নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কান্দি মহকুমা শাসকের কাছে কান্দি শহর বিজেপির পক্ষ থেকে একটি লিখিত ডেপুটেশন দেওয়া হল ৬৮ নং কান্দি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা কান্দি পুরসভার প্রশাসক অপূর্ব সরকারের বিরুদ্ধে।
বিজেপির অভিযোগ পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বালতি বিতরণ করা হয়েছে যার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ লিফলেট বিলি করা হয়েছে। নির্বাচন বিধি লাগু হবার পরে মুখ্যমন্ত্রীর ছবিযুক্ত লিফলেট ভোটারদের প্রভাবিত করতে পারে বলে বিজেপির মত।
পাশাপাশি বিজেপির আরও অভিযোগ, কান্দি পুরসভার অধীনে যে ময়ূরাক্ষী গেস্ট হাউস, সেই গেস্টহাউস টিকে অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বানিয়ে রেখেছে এবং অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবার পরেও তার প্রশাসক পদ থেকে এখনও ইস্তফা দেননি বলে বড় একটি অভিযোগ রয়েছে বিজেপির।
আরও পড়ুনঃ তমলুকে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেতা সোহম
এসব বিষয়ে অপূর্ব সরকার কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপির নির্বাচন কমিশনের নির্বাচনের যে ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়াল ভালোভাবে পড়া উচিত ও অপূর্ব সরকার বিজেপিকে কটাক্ষের সুরে বলেন, বিজেপির এধরনের কাজ দেখে মনে হচ্ছে বিজেপির মেন্টাল হাসপাতালে যাওয়া দরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584