পঞ্চায়েতে ভোট দিতে পারেনি,লোকসভায় মন খুলে মানুষ তাদের ভোট দেবে মত বিজেপি সভাপতির

0
84

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

Bjp suggest to fill free election
নিজস্ব চিত্র

পঞ্চায়েত ভোটে রাজ্যের মানুষ ভোট দিতে পারেনি,তাই এবার রাজ্যের মানুষ এবার মন খুলে তাদের ভোট দেবেন,মত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

Bjp suggest to fill free election
নিজস্ব চিত্র

গতকাল রাত্রে উত্তর দিনাজপুর জেলায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচার সেরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রাত্রি যাপন করেন।এরপর রাত কাটিয়ে ভোর বেলা জন সংযোগ করতে প্রাতঃভ্রমণে বের হন তিনি।সকাল সাড়ে আটটা নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাট থানার পতিরাম এলাকায় রোড শো করেন সুকান্ত মজুমদার ও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে।

আরও পড়ুনঃ কেশিয়াড়িতে দলীয় সভায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দিলীপ ঘোষ

Bjp suggest to fill free election
নিজস্ব চিত্র

রোডশো তে হাজির ছিলেন জেলা সভাপতি শুভেন্দু সরকার সরকার সহ অন্যান্য  কর্মীরা।রোডশো করার সময় দিলীপবাবু বলেন পঞ্চায়েত নির্বাচনে জনগন কেউ ভোট দিতে পারেন নি।এমনকি টিএমসি কর্মীরাও ভোট দিতে পারেন নি।কারন ভোট গণনার সময় রাত্রে তাদের কর্মীরা কাউন্টিং অফিসারদের তাড়িয়ে যেভাবে গণনা চালিয়ে জিতেছে তাতে নিজেদের কর্মীদের ভোটও তারা নষ্ট করে ছাপ্পা ভোট চালিয়েছে।তবে লোকসভা ভোট নির্ভয়ে দিতে পারবেন। এভাবেই কটাক্ষ করে জেলা বিভিন্ন প্রান্তে প্রচারে ও রোড শো করতে বেরিয়ে পরেন। সন্ধ্যাবেলা জেলার হরিরামপুরে জনসভা করে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here