বিজেপিতে মোহভঙ্গ, গড়বেতায় তৃণমূলে যোগ ৩০০ কর্মীর

0
32

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের খড়্কুশমা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যোগদান পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি,বিধায়ক আশীষ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা।

tmc | newsfront.co
নিজস্ব চিত্র

ওই অনুষ্ঠানে বিজেপি দল ছেড়ে ৩০০ জন বিজেপি কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গড়বেতায় এসে বৃহস্পতিবার অনেক কিছু বলে গিয়েছেন। কিন্তু আমি আগেই ঘোষণা করেছিলাম যেখানে দিলীপ ঘোষ যাবেন তারপর সেখানে দলের পক্ষ থেকে যোগদান পর্ব কর্মসূচি গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ তৃণমূলের সাংগঠনিক বৈঠক

তাই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে প্রায় ৩০০ জনের বেশি বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।”

আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপি বলে কোন কিছুই থাকবেনা। যারা মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝায়, তাদের বিরুদ্ধে মানুষ এখন রাস্তায় নেমেছে। তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক শুরু হয়েছে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here