তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
সোমবার বিকেলে কালিয়াগঞ্জ বিজেপির শহর ও মন্ডল কমিটির উদ্যোগে শহর ও গ্রামের বিজেপির সমর্থকেরা কালিয়াগঞ্জ থানা বেশ কিছুক্ষণ ঘেরাও করে।সেখানে বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য কমল সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, কালিয়াগঞ্জ থানা সম্পর্কে বলতে গিয়ে বলেন কালিয়াগঞ্জ থানা তাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উৎপল মজুমদারের সাথে দুর্ব্যবহার করেছেন।একজন জনপ্রতিনিধির সাথে এই ধরনের ব্যবহার কালিয়াগঞ্জ থানার কাছ থেকে তারা আশা করেন না।
ভবিষ্যতে বিজেপির নেতা ও কর্মীদের সাথে ভালো আচরণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
তিনি বলেন অবিলম্বে রাধিকাপুরের তৃণমূল অঞ্চল সভাপতিকে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের দাবি জানান।
পরে কালিয়াগঞ্জ থানার এসডিপিও ডিইবি তথা ভারপ্রাপ্ত আইসি শ্রীমন্ত বন্দোপাধ্যায়কে তারা একটি ডেপুটেশনে দেন।
ডেপুটেশন নেওয়ার পর শ্রীমন্ত বন্দোপাধ্যায় জানান, যাতে কোনরূপ ভুল বোঝাবুঝি ভবিষ্যতে না হয় তা অবশ্যই দেখবেন।
সোমবারের থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি রানা প্রতাপ ঘোষ,বিজেপির রাজ্য স্তরের মহিলা নেত্রী দোলা মোদক,জেলা পরিষদ সদস্য কমল সরকার,গৌতম বিশ্বাস, বাবলু রবিদাস,অসীম, সরকার,অরুন সরকার সহ বেশ কিছু বিজেপি সমর্থকেরা।
আরও পড়ুনঃ তৃণমূল বিজেপির আন্দোলনে উত্তপ্ত দিনহাটা
বিজেপির এই থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584