সুদীপ পাল,বর্ধমানঃ
থানা এবং বিডিও অফিস সহ প্রশাসনিক ভবন ঘেরাও অভিযান কর্মসূচি পালন করল বিজেপি।
রাজ্য পুলিশের রাজ্যে নিয়ম শৃঙ্খলা রক্ষার ব্যর্থতা এবং বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা কাটমানি সহ অন্যান্য বিষয়ে সবক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া এইগুলিকে সামনে রেখে আন্দোলনে নামে বিজেপি।
আজ পশ্চিম বর্ধমানের কাঁকসা থানা ও বিডিও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করলেন কাঁকসার বিজেপি কর্মীরা।
পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই ও কাঁকসার বিজেপি নেতা রমন শর্মার নেতৃত্বে বিজেপি কর্মীরা এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে কাঁকসা থানা ও স্থানীয় বিডিও কার্যালয় ঘেরাও করেন।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের দূর্নীতির বিরুদ্ধে ব্লক স্তরে বিজেপির ডেপুটেশন
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ছাড়াও বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই প্রস্তুত থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584