শ্যামল রায় বর্ধমান:
ভারতীয় জনতা পার্টির প্রথম শিক্ষকদের সংগঠনের বাস্তবায়ন হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের লায়ন্স ক্লাব ঘরে।জানা গিয়েছে যে বিজেপির টিচারস সেলের প্রথম সম্মেলনে জেলা থেকে দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেছিলেন।শিক্ষক সংগঠনের উদ্বোধন করেন রাজ্য আহ্বায়ক দিপল বিশ্বাস। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু চন্দ্রকুমার বোস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তানভির নাসরিন ও শুভ্র দীপ রায় ও বর্ধমান জেলার আহ্বায়ক রাধাকান্ত রায় সহ অনেকে।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব বর্ধমান জেলায় এই ধরনের শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনের সম্মেলন নিশ্চয়ই একটা তাৎপর্য বহন করে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে।
সম্মেলনে শিক্ষকদের নানান ধরনের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা।
শিক্ষক সংগঠনের রাজ্য আহ্বায়কদিপল বিশ্বাস জানিয়েছেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে শিক্ষক-শিক্ষিকাদের একটা বিশাল ভূমিকা থাকে তাই ভারতীয় জনতা পার্টি শিক্ষকদের মর্যাদা দিয়ে আগামী নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়ে প্রচার অভিযান করবেন এরকমটাই অনুরোধ জানিয়েছেন রাজ্য নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584