ঝাড়গ্রামে বিজেপির ঘর ভাঙলো তৃণমূল

0
65

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
ধাক্কা বিজেপির! শক্তিবৃদ্ধি শাসকদল তৃণমূলের। বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। এদিন বিজেপির ঘরে হানা দিলো তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন। ২১শে জুলাইয়ের তৃণমূলের শহীদ মঞ্চে ৪০ জন বিজেপির জনপ্রতিনিধি তৃণমূলে যোগদান করেছিলেন।ফের ঝাড়গ্রাম জেলায় বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। ঝাড়গ্রাম জেলার বিজেপির সংগঠনের সাথে থাকা বেশ কয়েকজন শীর্ষনেতা যোগ দিলেন তৃণমূলে।

দলবদলের পরে।নিজস্ব চিত্র

বিজেপি ছেড়ে আসা নেতারা হলেন,অজয় কুমার সেন-জেলা সহ সভাপতি, ঝাড়গ্রাম বিধানসভা,সুশীল কুমার ঘোষ-জেলা সহ সভাপতি,গোপীবল্লভপুর,কৃষ্ণ প্রধাণ-জেলা সহ সভাপতি,অমল কুমার কর-এক্স সাধারণ সম্পাদক,অখন্ড মেদিনীপুর।স্বপন কুমার মাহাতো-জেলা সম্পাদক,দীনবন্ধু কর্মকার- মন্ডল সভাপতি বেলপাহাড়ী।নারায়ণ চন্দ্র মান্ডি-সাধারণ সম্পাদক,বেলপাহাড়ী।দিপঙ্কর ধর-আইন সেল,ঝাড়গ্রাম জেলা।নিখিলেশ পাল-জেলার ব্লক স্তরের নেতা।জানা গিয়েছে,ঝাড়গ্রাম জেলার তৃণমূল চেয়ারম্যান ডা.সুকুমার হাঁসদা,ও তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির রাজ্যস্তরের নেতা কৃষেন্দু বিশইয়ের হাত ধরেই তারা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন।সূত্রের খবর,দলের মহাসচিবের সন্মতি পাওয়ার পরই ঝাড়গ্রাম জেলার বিজেপি নেতারা যোগ দেন তৃণমূলে।সদ্য বিজেপি ত্যাগী নেতারা জানিয়েছেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তারা তৃণমূলে যোগদান করলেন।এমনকি তারা বিজেপিকে কটাক্ষ করে জানিয়েছেন,জঙ্গলমহল নিয়ে বিজেপি যতই লাফালাফি করুক,জঙ্গলমহলে বিজেপির কোন সংগঠনই নেই।সেখানকার মানুষ মমতা বন্দোপাধ্যায়ের ওপর বিশ্বাস রেখেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here