নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রাজনৈতিক পারদ তত ঊর্ধ্বমুখী হচ্ছে। একাধিক সভা করছে বিজেপি থেকে তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর আরএসএ ময়দানে তৃণমূল কংগ্রেসের আহ্বানে জনসভায় জনসুনামী আছড়ে পড়ল। এইদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ও রামনগর-২ ব্লকের তৃণমূল কর্মীরাই মাঠকে ভরিয়ে তোলেন। সমসংখ্যক লোক মাঠে ঢুকতেই পারেননি এমনটাই জানা যায় তৃণমূল দলীয় সূত্রে।

সভায় সভাপতিত্ব করেন রামনগর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই সার। সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, রাজ্য যুব নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অখিল গিরি, বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর, জেলা তৃণমূল যুব কংগ্রেসর সভাপতি সুপ্রকাশ গিরি। জেলা সভাপতি ডঃ সৌমেন মহাপাত্র অবিভক্ত মেদিনীপুর জেলা কে তৃণমূল কংগ্রেসের দূর্গ বলে অভিহিত করেন। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলা থেকে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি জানান।
আরও পড়ুনঃ ভোট আসছে বোঝা যায় সিবিআই এলে, ধুলিয়ানে মন্তব্য দেবাংশু’র
পূর্ব মেদিনীপুর তথা বাংলার মানুষ বিশ্বাসঘাতক ও মেরুকরণের রাজনীতির কারবারিদের মুখের মত জবাব দেবেন বলে জানান বিধায়ক অখিল গিরি। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বিজেপি কে মিথ্যাচার,বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির আতুঁড়ঘর বলে অভিহিত করেন। বিজেপি কে জনবিরোধী রাজনীতির ধারক-বাহক বলে অভিহিত করেন কুণাল ঘোষ।রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভাজনের পথে চলেছেন বিজেপির বন্ধুরা বলে তিনি জানান।
আরও পড়ুনঃ বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট
শুভেন্দু অধিকারী সহ অধিকারী পরিবার মমতার ক্ষমতা ভোগ করে সারদা-নারদা কেলেঙ্কারি থেকে বাঁচতে বিজেপির পতাকাতলে শামিল হয়েছেন বলে অভিযোগ করেন কুণাল ঘোষ। মুকুল রায়,শোভন চ্যাটার্জী,রাজীব ব্যানার্জী রা গদ্দারী করেছেন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। দুর্নীতির মুখোশ খুলে পড়েছে বিশ্বাসঘাতক দের। জনতার আদালতে বিজেপির স্বৈরাচার ও দ্বিচারিতার বিচার হবে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত করার আবেদন জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584