সবাই সন্ত্রাসবাদী, ভারতীয় কী শুধু বিজেপি কর্মীরা- প্রশ্ন মুফতির

0
82

নিজস্ব সংবাদদাতা, কাশ্মীরঃ

বিজেপিকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, ভারতবর্ষে আর গণতন্ত্রের কোনও জায়গা নেই। তাঁর অভিযোগ, পিডিপিকে নিষিদ্ধ করতে চায় বিজেপি। তাঁকে ফের অকারণ আটক করতে চাইছে। কারণ, তিনি মুক্তি পাওয়ার পর থেকেই কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ ফেরানোর ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।

Mehbooba Mufti | newsfront.co
মেহবুবা মুফতি। ফাইল চিত্র

দু’দিন আগে তিনি অভিযোগ করেছেন, আবার গৃহবন্দি করা হয়েছে তাঁকে, পিডিপি যুবনেতা এবং ডিডিসির নির্বাচনের প্রার্থী ওয়াহিদ উর-রহমানকে এনআইএ গ্রেফতার করার পর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে পুলওয়ামা যেতে দেওয়া হয়নি মেহবুবাকে। পুলিশ তাঁর বাসভবনের গেট আটকে রেখেছে এবং তাঁকে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না।

আরও পড়ুনঃ শাহের প্রস্তাব খারিজ, যন্তরমন্তরেই বিক্ষোভ দেখাতে মরিয়া কৃষকরা

যদিও মেহবুবার দাবি অস্বীকার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। পুলিশ দাবি করেছে মেহেবুবাকে সফর পিছোতে বলা হয়েছিল নিরাপত্তার কারণে। মেহেবুবা আরও অভিযোগ করেছেন যে, নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করতে চাইলে, তার অনুমতিও দেওয়া হয়নি তাঁকে।

আরও পড়ুনঃ সাতসকালে বিস্ফোরণে কাঁপল আফগানিস্তান, নিহত ২৬ সেনা

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি বিস্ফোরক হয়েছেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, বিজেপি মুসলিমদের পাকিস্তানি, শিখদের খালিস্তানি, সমাজকর্মীদের শহুরে নকশাল এবং পড়ুয়াদের টুকড়ে গ্যাং বলে তকমা দিয়েছে। তাঁর প্রশ্ন, সবাই যদি সন্ত্রাসবাদী হয় তাহলে এদেশে ভারতীয় কী, শুধু বিজেপি কর্মীরা?

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁরা যে মুহূর্তে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তার পর থেকেই দলের নেতা-কর্মীদের উপর চাপ দেওয়া হচ্ছে, প্রার্থীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, প্রচার করতে দেওয়া হচ্ছে না। প্রার্থীরা যদি প্রচার করতেই না পারেন তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবেন কীভাবে!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here