ক্ষমতায় এলে নবান্ন থেকে প্রশাসনিক ভবন মহাকরণে নিয়ে আসবে বিজেপিঃ শমীক ভট্টাচার্য

0
121

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ক্ষমতায় এলে নবান্ন থেকে প্রশাসনিক ভবন মহাকরণে নিয়ে আসবে বিজেপি। মঙ্গলবার বিজেপির এক সাংবাদিক সম্মেলনে, মহাকরণে প্রশাসনিক ভবন ফিরিয়ে আনার কথা জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য

Samik Bhattacharya | newsfront.co
সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য। নিজস্ব চিত্র

তিনি বলেন,’মহাকরণ বা রাইটার্স ভবনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মমতা সরকার বলেছিল নবান্ন থেকে চার বছরের মধ্যে মহাকরণে ফিরিয়ে আনা হবে প্রশাসনিক ভবন। কিন্তু আট বছরেও তা হয়নি।’ পরে তিনি আরও বলেছেন, ‘হেস্টিংস অফিসের সামনে পুলিশ বিজেপি কর্মীদের ওপর লাঠি চালিয়েছে, তা দুর্ভাগ্যজনক। তিন-চার জায়গায় কর্মীদের অসন্তোষ রয়েছে। কিন্তু তারা আমাদের দলের কর্মী। শুনেছি, পুলিশের ওপর ঢিল ছোঁড়া হয়েছে। তাই পুলিশ লাঠি চালিয়েছে।’

আরও পড়ুনঃ ৪০ শতাংশ বেকারি কমেছে, বাঁকুড়ায় দাবি মমতার

বিজেপির প্রার্থী ঘোষণা কেন দেরি হচ্ছে? কারও জন্য অপেক্ষা। এর জবাবে শমীক ভট্টাচার্য বলেন, ‘এটা দলের সিদ্ধান্ত। দলের রণনীতিও বটে।’ মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসবেন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতা থেকে চলে যাচ্ছে। এটা তারই সংকেত।’

আরও পড়ুনঃ কয়লা কাণ্ডে বিনয় মিশ্রর ভাইকে গ্রেফতার ইডির

একই সঙ্গে তাঁর আরও দাবি ,’৭৩নম্বর ওয়ার্ডে বিষাক্ত পানীয় জল খেয়ে এপর্যন্ত তিনজন মারা গেছেন। কিন্তু এই পুরনিগমের প্রশাসনিক প্রশাসকদের সময় নেই বিষয়টি নিয়ে ভাবার। কারণ তারা ভোট নিয়ে ব্যস্ত। এই এলাকার প্রচুর মানুষজন হাসপাতালে ভর্তি। ভয়ে তাঁরা প্রচারমাধ্যমের সামনে আসছেন না।”

এছাড়াও তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস বলছে, বিজেপি ক্ষমতায় এলে ফ্রি রেশন বন্ধ করে দেবে। ওরা আরও বলছে রাজ্যের সমস্ত উন্নয়ন মূলক কাজ বন্ধ করে দেওয়া হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই উন্নয়ন প্রকল্প গুলিতে আরও ব্যাপকভাবে কাজ করবে বিজেপি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here