মোহনা বিশ্বাস, কলকাতাঃ
২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ দিবসের কথা ঘোষণা করেন। বলেন, “এবার থেকে ১৬ অগাস্ট পালিত হবে ‘খেলা হবে’ দিবস।” যখন তৃণমূল এমন এক দিবসের কথা ঘোষণা করেছে তখন বিরোধী দল বিজেপি কি চুপ করে বসে থাকে পারে? নাহ্, তা কখনওই সম্ভব নয়। আর তাই এবার রাজ্যজুড়ে ‘বাংলা বাঁচাও সপ্তাহ’ পালন করবে বিজেপি। রবিবার বিজেপির যুব সংগঠনের এক বৈঠক থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি জানান, আগামী ৯ অগাস্ট শুরু হচ্ছে এই কর্মসূচী। চলবে ১৬ অগাস্ট পর্যন্ত। নতুন প্রজন্মের কাছে ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’-এর ইতিহাস তুলে ধরতেই এই কর্মসূচি বলে জানান দিলীপ ঘোষ। মূলত, তৃণমূলের ‘খেলা হবে’ দিবসের পাল্টা বিজেপির এই ‘বাংলা বাঁচাও সপ্তাহ’।
প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “খেলা একটা হয়েছে, আবার হবে। বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াতে পারছি, এই খেলা রাজ্যে রাজ্যে হবে। ১৬ অগাস্ট এ রাজ্যে খেলা দিবস পালিত হবে।”
আরও পড়ুনঃ জাতীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে জোটে রাজি সিপিএম! ইঙ্গিত বিমান বসুর
এদিন দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যে আর খেলার দরকার নেই। বরং এ রাজ্যে চাকরি নেই, সেদিকে নজর রাখা দরকার। এবার সেই চাকরির দাবিতেই পথে নামতে চলেছে গেরুয়া শিবির। এদিকে, অগাস্টে কলকাতা চলো অভিযানে নামবে বিজেপি। ২০ অগাস্ট জেলাশাসকদের অফিস ঘেরাও করবে বিজেপির কর্মী সমর্থকরা। তার আগে ৯ অগাস্ট থেকে ১৬ অগাস্ট পর্যন্ত পালিত হবে বিজেপির বাংলা বাঁচাও সপ্তাহ।
আরও পড়ুনঃ পেগাস্যাস কাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের
দিলীপ ঘোষ জানান, “১৬ অগাস্ট গ্রেট ক্যালকাটা কিলিংস শুরু হয়েছিল। এই বাংলা বাঁচাও সপ্তাহের মাধ্যমে নতুন করে নব প্রজন্মের কাছে এই ইতিহাসকে তুলে ধরব আমরা। এখন যা পরিস্থিতি তাতে আমরা সেই ভয়ংকর অতীতেই যেন ফিরে যাচ্ছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584