ওয়েব ডেস্ক, দিল্লিঃ
বিধানসভায় রেললাইনের ধার থেকে ৪৮ হাজার ঝুপড়ি উচ্ছেদের প্রতিবাদে সরব হবে বিজেপি। করোনা পরিস্থিতিতে এবছর সংসদ এবং সব রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের সময় সূচীতে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। দিল্লিতে বিধানসভার অধিবেশন বসবে ১৪ সেপ্টেম্বর।
দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক রামবীর সিং বিধুরী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তাঁরা এই ঝুপড়ি উচ্ছেদ ইস্যুতে সরব হবেন বিধানসভায়।
BJP MLAs to raise issue of removal of 48,000 slum dwellings along railway tracks in national capital during one-day session of Delhi Legislative Assembly on September 14: Leader of Opposition Ramvir Singh Bidhuri
— Press Trust of India (@PTI_News) September 12, 2020
উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে ঝুপড়ি উচ্ছেদ করা চলবে না। দিল্লি সরকারের ফাঁকা ফ্ল্যাট গুলিতে এই ৪৮ হাজার ঝুপড়ির সব বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা আগে করতে হবে রাজ্যসরকারকে।
আরও পড়ুনঃ দিল্লিতে ঝুপড়ি উচ্ছেদে ছাদ হারাবে ২.৪ লক্ষ, প্রতিবাদে মামলা সুপ্রিম কোর্টে
৩১ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দিল্লিতে রেল লাইনের ধারে থাকা ৪৮ হাজার বস্তি সরিয়ে ফেলতে হবে। বিজেপির দাবি আগে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর ঝুপড়ি ভাঙা যাবে, তার আগে নয়। এই ইস্যু নিয়ে দিল্লি সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে চলেছে বিরোধী দল বিজেপি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584