দিল্লি বিধানসভার বাদল অধিবেশনে পুনর্বাসনের দাবিতে সরব হবে বিজেপি

0
40

ওয়েব ডেস্ক, দিল্লিঃ

বিধানসভায় রেললাইনের ধার থেকে ৪৮ হাজার ঝুপড়ি উচ্ছেদের প্রতিবাদে সরব হবে বিজেপি। করোনা পরিস্থিতিতে এবছর সংসদ এবং সব রাজ্য বিধানসভার বাদল অধিবেশনের সময় সূচীতে ব্যাপক কাটছাঁট করা হয়েছে। দিল্লিতে বিধানসভার অধিবেশন বসবে ১৪ সেপ্টেম্বর।

Rail track slum | newsfront.co
প্রতীকী চিত্র

দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা, বিজেপি বিধায়ক রামবীর সিং বিধুরী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, তাঁরা এই ঝুপড়ি উচ্ছেদ ইস্যুতে সরব হবেন বিধানসভায়।

উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না করে ঝুপড়ি উচ্ছেদ করা চলবে না। দিল্লি সরকারের ফাঁকা ফ্ল্যাট গুলিতে এই ৪৮ হাজার ঝুপড়ির সব বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা আগে করতে হবে রাজ্যসরকারকে।

আরও পড়ুনঃ দিল্লিতে ঝুপড়ি উচ্ছেদে ছাদ হারাবে ২.৪ লক্ষ, প্রতিবাদে মামলা সুপ্রিম কোর্টে

৩১ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় দিল্লিতে রেল লাইনের ধারে থাকা ৪৮ হাজার বস্তি সরিয়ে ফেলতে হবে। বিজেপির দাবি আগে পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর ঝুপড়ি ভাঙা যাবে, তার আগে নয়। এই ইস্যু নিয়ে দিল্লি সরকারের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে চলেছে বিরোধী দল বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here