তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে আমপানের ক্ষতিপূরণ চাইতে গিয়ে জুটল মার

0
46

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে আমপানের ক্ষতিপূরণ চাইতে গিয়ে কপালে জুটল লাঠি রড দিয়ে মার, বলে অভিযোগ। রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ৮ নং অঞ্চলের হারনান গ্রামের পঞ্চায়েত সদস্যা লক্ষ্মী রানী সেনাপতির বাড়িতে।

affected man | newsfront.co
আক্রান্ত ব্যক্তি। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকালে এক স্থানীয় বিজেপি কর্মী স্বপন বেরা আমপানের ক্ষতিপূরণ এসেছে কিনা জানতে চাইলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার পরিবারের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরপরে পঞ্চায়েত সদস্যা ওই বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। মাথা ফাটিয়ে দেয় এবং প্রাণে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। আহত অবস্থায় স্বপন বেরাকে উদ্ধার করে সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

people | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

এরপর বিজেপি কর্মী সমর্থকরা ওই পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায়। এরপরে সবং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পঞ্চায়েত সদস্যা লক্ষ্মীরানী সেনাপতি জানান, “কাল রাত্রেও আমার বাড়িতে এসে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিল কিছু বিজেপি কর্মী সমর্থকরা।

ঠিক একইভাবে আজ সকাল থেকে আমার বাড়ির সামনে এসে গন্ডগোল করার চেষ্টা করে। এরপরে দু’পক্ষের ঝামেলা বাঁধে তাতে এই ঘটনা ঘটেছে।” এদিকে স্বপন বেরা অভিযোগ জানান, “আমপানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি করছে তৃণমূল।

আরও পড়ুনঃ আক্রান্ত রায়গঞ্জের ৩ পুরকর্মী

ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা বার বার পঞ্চায়েতে গিয়ে তা জানিয়েও কোন সুরাহা পাচ্ছিনা। আজ পঞ্চায়েত সদস্যার বাড়ি গেলে তারা অতর্কিত হামলা করে লাঠি, বেলচা দিয়ে।” থানায় গিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা বলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here