নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের বহরাশোলে এলাকায় ৷ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ দলীয় সূত্রে জানা গেছে ঘটমুড়া গ্রামের বিজেপি সভাপতি অসীম মল্লিকের বহরাশোলে বাজারে দোকান আছে ৷

শুক্রবার অসীম মল্লিক এর দোকানে চড়াও হয় বেশকিছু তৃণমূলের দুষ্কৃতী ৷ এরপর রড লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড হাউসের পুলিশ গিয়ে আহত অসীম মল্লিককে উদ্ধার করে দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও এ বিষয়ে গোটা ঘটনার কথা অস্বীকার করে তৃণমূলের একাংশ ৷
আরও পড়ুনঃ ডোমকলের কুশাবাড়িয়ায় বেহাল নিকাশি ব্যবস্থা
গড়বেতা ৩ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ বলেন এটার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়৷ বরং পাল্টা অভিযোগ এলাকার এক মহিলাকে কটুক্তি করায় এলাকার মানুষ প্রতিবাদ করেছে, এর সঙ্গে তৃণমূল কোন ভাবে জড়িত নয় ৷
তৃণমূলকে বদনাম করার জন্যই এ ধরনের অভিযোগ আনা হচ্ছে ৷ যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584