মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল কর্মীর বেগুন ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা হাজরাহাট এলাকায়। ওই ঘটনার জেরে এলাকায় একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ।
ওই ঘটনার সরেজমিনে তদন্ত করে দেখছে পুলিশ। অভিযোগ, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সঞ্জয় সরকার নামে তৃণমূল কর্মীর বেগুন ক্ষেত নষ্ট করেছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা।
এদিন তৃণমূল কর্মী সঞ্জয় সরকার বলেন, এলাকায় তার কোন শত্রু নেই, তিনি তৃণমূল সমর্থক। তাই রাতের অন্ধকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে।
আরও পড়ুনঃ দুর্লভপুরে শেয়ালের আক্রমণে আতঙ্কিত এলাকাবাসী
স্থানীয় তৃণমূল নেতা শংকর রায় বিশ্বাস বলেন,”চক্রান্ত করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শেষমেষ কৃষিজাত দ্রব্য এবং কৃষিজ ফসল ধ্বংস করার কাজে নেমেছে।”
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা শেখর রায়। তিনি বলেন,”এটা মিথ্যা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। এর সাথে বিজেপির কোন যোগ নেই। মিথ্যা অভিযোগ করে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে তৃণমূল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584