তৃণমূলের হামলায় আহত ১১ জন বিজেপি কর্মী, অভিযোগ

0
46

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

আবারও তৃণমূল কর্মী সমর্থকদের হামলায় আহত হল ১১ জন বিজেপি কর্মী সমর্থক। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার জগন্নাথপুর এবং টাপুড়িয়া এলাকায়। জানা গেছে আহতদের মধ্যে ৮ জন মহিলাও রয়েছেন।

people | newsfront.co
নিজস্ব চিত্র

যাদের মধ্যে ১০ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অভিযোগ, মঙ্গলবার জগন্নাথপুর এলাকায় দোকান খুলতে গেলে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল কর্মীরা। এরপরে আক্রান্তের পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা ঘটনার বিষয়ে জানতে টাপুড়িয়ার তৃণমূলের দলীয় কার্যালয়ে গেলে, সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা বাঁশ নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ৮ মহিলাসহ ১১ জন আহত হয়।

আরও পড়ুনঃ জল নিষ্কাশনের দাবিতে পথ অবরোধ শিলিগুড়িতে

খবর পেয়ে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে কেশপুর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। বিজেপির ঘাটাল সাংগঠনিক সম্পাদক সৌমেন মিশ্র জানান, “তৃণমূল গ্রামে সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চায়, তাই কেউ বিরোধীদল করলেই তাদের উপর এভাবে হামলা করা হচ্ছে।” যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি।

আরও পড়ুনঃ গোপালপুর চা বাগান থেকে লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার

তিনি পাল্টা অভিযোগ করেন, বিজেপি বাইরে থেকে লোক এনে গ্রামে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চায়। গ্রামের মানুষ তাদের চক্রান্ত প্রতিহত করেছে। এর সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয়। পুলিশকে বলেছি সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here