খেজুরিতে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ অস্বীকার তৃণমূলের

0
65

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

আবারও খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ৷ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ প্রসঙ্গত বদলেছে শাসক, বদলার রাজনীতি অব্যাহত। ফের উত্তপ্ত জমি আন্দোলনের আতুঁড়ঘর। আবারও আক্রান্ত হলেন বিজেপি কর্মী।

injured man | newsfront.co
আক্রান্ত ৷নিজস্ব চিত্র

নির্বাচনে আগেই রীতিমত উত্তপ্ত হয়ে উঠল খেজুরি। তৃণমূল ও বিজেপি সংঘর্ষে কার্যত ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ ভগবানগোলা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডেপুটেশন পিএমপিএআই সংগঠনের

বিজেপির অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ ব্লকের রামচক এলাকায় বিজেপি কার্যকর্তা সন্দীপ হাজরা দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। শুধু ওই বিজেপি কর্মীর বাইক ছিনতাই করে বলে অভিযোগ। অন্য বিজেপি কর্মীরা ছুটে এলে ওই বিজেপি কর্মীকে সেখানে ফেলে চম্পট দেয় অভিযুক্তরা বলে অভিযোগ। রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে খেজুরির একটি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রক্তাক্ত জখম বিজেপি কর্মী সন্দীপ হাজরা উত্তর মণ্ডলের কোষাধক্ষ্য পদে ছিলেন। তারপরে তৃণমূল কর্মীরা এলাকায় তুমুল বোমাবাজি শুরু করে । ঘটনার পর রীতিমত আতঙ্কিত এলাকার বাসিন্দারা।কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক তাপস দলাই বলেন, ” খেজুরিতে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই বেছে বেছে বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে। এই বিষয়টি পুলিশকে জানিয়েছি । পুলিশ কোন ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। মানুষকে যোগ্য জবাব দেব “।

যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ।পূর্ব মেদিনীপুর জেলার কো- অর্ডিনেটর মামুদ হোসেন বলেন ” এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোন কর্মী যুক্ত নয়।আমাদের আশঙ্কা সত্যিতে পরিণত হল। আদি বনাম নব্য বিজেপির লড়াই। আদি বিজেপির ওপর নব্য বিজেপির লোকজন হামলা চালিয়েছে। বোমাবাজি শুরু করেন। এনিয়ে পুলিশকে বিষয়টি সম্পর্কে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য জানিয়েছি “। ফোনে যোগাযোগ করা হলে পুলিশের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুনঃ ভাদুরিয়াপাড়া বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে পুলিশ আধিকারিকদের সংবর্ধনা

যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল পাল্টা অভিযোগ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ৷ এই ঘটনার সাথে কোনভাবেই তৃণমূল জড়িত নয়, ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায় ৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা সজাগ রয়েছে পুলিশ প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here