মনিরুল হক, কোচবিহারঃ
বনধের সমর্থনে নেমে গণ্ডগোলে জড়িয়ে পড়ার অভিযোগে ধৃত দলীয় কর্মী সমর্থকদের জামিন না মেলায় থানা ঘেরাওয়ের ডাক দিল বিজেপি।
আজ তুফানগঞ্জে বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী কাল তুফানগঞ্জের বক্সিরহাট থানা ঘেরাও করা হবে। ওই ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেবেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, দলের প্রাদেশিক সাধারণ সম্পাদক রথীন বোস ও সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন।
আরও পড়ুনঃ সাগর বিধানসভাকে পাখির চোখ করে জনসভা অগ্নিমিত্রার
মালতি রাভা বলেন, “আমাদের কর্মী কালাচাঁদ কর্মকারকে পিটিয়ে খুন করল তৃণমূল কংগ্রেস। ওই ঘটনায় ৫ জনের নামে অভিযোগ করা হয়েছে। তার মধ্যে মাত্র একজনকে গ্রেফতার করেছে। আর যে বনধকে সাধারণ মানুষ সমর্থন জানিয়ে সমস্ত কিছু বন্ধ রাখল। সেই বনধের সমর্থনে রাস্তায় বের হওয়া আমাদের ২৮ জন কর্মীকে গ্রেফতার করা হল, ৮৪ জনের বিরুদ্ধে মামলা করা হল। পুলিশের এই পক্ষপাত মূলক আচরণের বিরুদ্ধে আমাদের ওই থানা ঘেরাও কর্মসূচী।”
বুধবার সকালে তুফানগঞ্জ থানার শিকারপুর এলাকায় দুই শ্যামা পুজাে উদ্যোক্তাদের মধ্যে গণ্ডগোল থামাতে গিয়ে ব্যাপক ভাবে নিগৃহীত হন বিজেপির স্থানীয় বুথ সম্পাদক কালাচাঁদ কর্মকার। তাকে তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পিটিয়ে খুন করার অভিযোগ তুলে গতকাল ১২ ঘণ্টার বনধ পালন করে বিজেপি।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর ব্যানার সহ গাড়ি আটক
ওই বনধকে ঘিরে বক্সিরহাট থানার জোড়াই মোড় এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ পর্যন্ত করে। ওই বনধকে ঘিরে মোট ২৮ জন বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ। এদিন তাদের তুফানগঞ্জ আদালতে তোলা হলে কাউকেই জামিনে মুক্তি দেওয়া হয় নি। আর এতেই ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব থানা ঘেরাওয়ের ওই কর্মসূচী ঘোষণা করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584