মনিরুল হক, কোচবিহারঃ
নয় দফা দাবির ভিত্তিতে মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল ভারতীয় যুব মোর্চা। বৃহস্পতিবার মাথাভাঙ্গার মহকুমা শাসক অরিন্দম ব্যানার্জীর নিকট ডেপুটেশন দেন তারা। এদিন ডেপুটেশন দেওয়ার আগে পচাগর থেকে মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে প্রথমে মাথাভাঙ্গা পুরসভা গেটের সামনে বিক্ষোভ দেখায় এবং পরবর্তীতে মাথাভাঙা মহাকুমার শাসকের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি দেখায় যুব মোর্চার নেতা কর্মীরা।
এদিন পুলিশি ব্যারিকেড দেওয়ায় যুব মোর্চার নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরবর্তী সময়ে পুলিশি হস্তক্ষেপে গোটা বিষয়টি মিটে যায়। এদিন ওই ডেপুটেশনের নেতৃত্ব দেন ভারতীয় যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি অজয় সাহা, বিজেপি নেতা অভিজিৎ বর্মন, মনোজ ঘোষ, মহিলা নেত্রী সাবিত্রী বর্মন, যোগেশ বর্মন, কনক চন্দ্র বর্মন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন ওই ডেপুটেশনকে ঘিরে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মত। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা ভেবেই শহরের বিভিন্ন এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ মোদীর হাত ধরে উন্নয়ন করতে চাই-দিল্লি থেকে ফিরে জানালেন মিহির
আরও পড়ুনঃ তৃণমূল দলকে যাত্রাপার্টির সঙ্গে তুলনা বিজেপি রাজ্য সভাপতির
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি অজয় সাহা বলেন, মাথাভাঙ্গা পুরসভা সঠিক কাজ করতে পারছে না। পৌর পরিষেবা বিঘ্নিত হচ্ছে। নিয়োগের স্বজনপোষণ হচ্ছে বলে জানান তিনি।
এর পাশাপাশি বর্তমান প্রশাসনের উপর তাদের কোনো আস্থা নেই বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও জানান, প্রশাসন এবং একাংশের পুলিশ তৃণমূলের দাসে পরিণত হয়েছে। এই সরকার সামনের একুশে আর থাকছে না। আগামী একুশে নির্বাচনের পর বিজেপি ক্ষমতায় আসছে বলেও তিনি জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584