জাতীয় পতাকার উপর দলীয় পতাকা, কল্যাণ সিংয়ের শেষযাত্রায় বিতর্কে জড়াল বিজেপি

0
68

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

দলীয় পতাকায় ঢেকে গেল জাতীয় পতাকার একাংশ। কল্যাণ সিংয়ের শেষযাত্রায় এমনই চিত্র উঠে আসায় বিতর্কে জড়াল বিজেপি। গেরুয়াশিবিরের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলল বিরোধীরা।

BJP Pay homage to Kalyan Singh
ছবি: টুইটার

গত শনিবার প্রয়াত হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। দু’বার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। কল্যাণ সিং যখন প্রথম মুখ্যমন্ত্রী পদে বসেন, সেইসময়টা সমগ্র ভারতের কাছে চিরস্মরণীয়। ৬ ডিসেম্বর ১৯৯২ সাল। প্রথম ভাঙা হয় দীর্ঘ বিতর্কিত বাবরি মসজিদ। এটা ছিল ভারতীয় জনতা পার্টির উত্থানের সময়। শনিবার তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। এরপরই রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। আর তার আগেই বিতর্কে জড়িয়ে পড়ে বিজেপি।

‘আগে দেশ, তারপর দল’ সবসময় একথাই বলে বিজেপি। কিন্তু রবিবার বিজেপির টুইট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হয়েছে কল্যাণ সিংয়ের মরদেহ। আর তার উপরেই রয়েছে বিজেপির দলীয় পতাকা। শেষ শ্রদ্ধা জানাচ্ছেন জেপি নাড্ডা। এই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত। এই ঘটনা জাতীয় পতাকার অবমাননা বলে অভিযোগ বিরোধীদের।

এই বিতর্কিত ছবি প্রকাশ্যে আসার পরই একের পর এক টুইট আসে বিরোধীদের তরফ থেকে। কংগ্রেসের যুবনেতা বি ভি শ্রীনিবাস টুইট করে বলেন, ‘নতুন ভারতে কি জাতীয় পতাকার উপরে দলীয় পতাকা দেওয়া ঠিক?’ যুব কংগ্রেসের তরফে আরও একটি টুইট করে বলা হয়, ‘জাতীয় পতাকার এই অপমান ভারত কখনও মেনে নেবে না।’

আরও পড়ুনঃ দুর্গাপুজোয় দিলীপ ঘোষ সহ বিজেপি নেতাদের আমন্ত্রণ জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমাজবাদী পার্টি মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারি টুইট করেছেন, ‘দেশের থেকে দল বড়। দলীয় পতাকা এখন জাতীয় পতাকার চেয়ে বড়। অবশ্য এনিয়ে বিজেপির কোনও মাথাব্যথা নেই।’

যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here