কেন্দ্রীয় বাহিনী বিজেপির প্রশিক্ষিত বাহিনী মত,ইটাহার বিধায়কের

0
53

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

কেন্দ্রীয় বাহিনী বিজেপির প্রশিক্ষিত বাহিনী বলে কটাক্ষ করলেন ইটাহারের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার সভাপতি অমল আচার্যর।

মঙ্গলবার তৃতীয় দফা ভোটের সকালে ইটাহারের চাভোট গ্রামে নিজের ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের এক উত্তরে এই কথাগুলি বলেন।অমল বাবু বলেন কেন্দ্রীয় বাহিনী এলাকার মানুষদের বিজেপিকে ভোট দেবার জন্য নাকি উৎসাহ জুগিয়েছে।
নানাভাবে ভয় দেখিয়েছে।বিজেপিকে ভোট দেবার জন্য প্রভাবিত করেন বলে অমলবাবু অভিযোগ করেন।

BJP's trained force in the Central Army
নিজস্ব চিত্র

তিনি নির্বাচন কমিশনকে সমস্ত ঘটনা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে জানিয়েছে বলে জানান।।উত্তর দিনাজপুর জেলার ইটাহার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।দক্ষিণ দিনাজপুর জেলায় তৃতীয় দফায় বালুরঘাট লোকসভা আসনের বিভিন্ন এলাকায় ভোট বয়কট,ভোটদানে বাধা দেওয়া,বিজেপি তৃণমূল সংঘর্ষের অভিযোগে ভোট পর্ব অশান্তির আবহাওয়ার মধ্যে দিয়েই চলছে বলে জানা যায়।

আরও পড়ুনঃ অভিযোগের প্রত্যুত্তরে পাল্টা অভিযোগ,নিরুত্তর প্রিসাইডিং অফিসার,বাড়ি ফিরে গেল নির্বাচক

বালুরঘাট এলাকার অমৃত খন্ড এলাকায় রাস্তার সংস্কারের কোন ব্যবস্থা না করায় তিনটি গ্রামের বাসিন্দারা ভোট বয়কট করে বলে জানা যায়।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা আসনের অন্তর্ভুক্ত ইটাহার ব্লকের চাভোট গ্রামে ভোট দিতে গিয়ে ইটাহারের বিধায়ক অমল আচার্য কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন বি জেপি প্রশিক্ষণ দিয়ে এই সব কেন্দ্রীয় বাহিনীকে ভোট কেন্দ্রে পাঠিয়েছে।কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এই বাহিনী বিজেপিকে ভোট দেবার জন্য ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ করেন।অমলবাবু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন।

চাভোট বুথে ভোট দেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধক্ষ পূজা আচার্য।কুমারগঞ্জের শাসক দলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

যদিও মেহমুদা বেগম তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বিভিন্ন ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী দাবিতে এলাকার ভোটদাতারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বলে জানা যায়।জেলার তপন ব্লকে ১৪৮ নম্বর বুথে ভোট দিতে যাবার সময় তৃণমূলের সমর্থকেরা বাধা দিতে গেলে বিজেপি সমর্থকদের সাথে তৃণমূলের ব্যাপক সংঘর্ষ বাধে।খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী সেখানে গেলে পরিস্থিতি আয়ত্বে আসে বলে জানা যায়।

অপরদিকে কুমারগঞ্জে তৃণমূলের সমর্থকদের হাতে আহত হয় এক বিজেপি সমর্থক।

ভোট শুরু হবার সময় বিভিন্ন ভোট কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ হয়ে যাবার কারনে ভোট শুরু হয় অনেক দেরিতে।নির্বাচনে একজন ভোট কর্মী বাবুলাল মুর্মূ (৪৮)আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

মানুষ প্রখর রৌদ্রে দাঁড়িয়ে থাকতে থাকতে অসহ্য হয়ে ওঠে।জানা যায় বেলা তিনটে পর্যন্ত বালুরঘাট কেন্দ্রে ভোট পরেও ৭৭,০২শতাংশ। চতুর্মুখী ভোট যুদ্ধে বালুরঘাট লোকসভা আসনে জনতা জনার্দন কার মুখে হাসি ফোটাবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৩শে মে পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here