বিধায়ক প্রয়াণে শোকগ্রস্থ কালিয়াগঞ্জে ব্যান্ড বাজিয়ে বিজয় মিছিল বিজেপির

0
1090

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

আজ প্রয়াত হয়েছেন কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায়।তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলির কর্মসূচি আজ স্থগিত রাখা হয়েছে।কিন্তু মৃত্যুর শোকের প্রতি সামান্য সৌজন্যতা না দেখিয়ে আজ সাংসদ দেবশ্রী চৌধুরীর মন্ত্রীত্ব প্রাপ্তির আনন্দে আত্মহারা বিজেপি করল বিজয় মিছিল।

BJP's Victory rally at the mournful Kaliyanganj

একদিকে যখন বিজেপির কর্মকর্তারা মুখে বলছেন তাদের বিজয় উৎসবের সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে ঠিক তখন দেখা গেল অন্য চিত্র কালিয়াগঞ্জ ব্লকের তরঙ্গপুর থেকে মুস্তাফানগর পর্যন্ত।এখানে বিজেপি কর্মকর্তাদের কথাকে কোন গুরুত্ব না দিয়ে অবাধে ডিজে বাজিয়ে আবির খেলে ব্যাপক হিন্দি গানের সঙ্গে নাচ করল বিজেপির কর্মীরা।

BJP's Victory rally at the mournful Kaliyanganj
চলছে উদ্দাম বিজয় মিছিল।নিজস্ব চিত্র

শুধু তাই নয় এখানে প্রচুর বাজি ফাটানো হয়।ব্যান্ডপার্টি সহকারে একদিকে অপরদিকে ডিজেতে বিভিন্ন ধরনের গান ভারতের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে নিয়ে উচ্চস্বরে হিন্দি গান।আজকে ব্যান্ড পার্টি বাজিয়ে বিজেপি কর্মকর্তাদের নৃত্য ছিল চোখে পড়ার মতন।

BJP's Victory rally at the mournful Kaliyanganj
প্রয়াত বিধায়ক প্রমথনাথ রায়।ফাইল চিত্র

বিজেপির কালিয়াগঞ্জের নেতা রূপক রায় জানালেন, আজকে কালিয়াগঞ্জবাসীর জন্য খুবই দুঃখের দিন।তাই তাদের পূর্ব নির্ধারিত বিজয় মিছিল এবং সমস্ত আনন্দ উৎসব বন্ধ রাখা হয়েছে কালিয়াগঞ্জের সমস্ত জায়গায়।এই বিজয় উৎসব আগামী দিনে করা হবে। রূপক বাবু বলেন, কালিয়াগঞ্জের বিধায়ক প্রয়াত প্রমথনাথ রায় শুধুমাত্র রাজনীতি করতেন তা নয় তিনি ছিলেন সকলের শিক্ষক। তাই তার অকাল প্রয়াণে তারা খুবই মর্মাহত এবং শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করেন তিনি।

এদিকে তিনি তার প্রতিক্রিয়া বিধায়কের ব্যাপারে জানালেও তার বক্তব্যে কিন্তু কোনো কর্ণপাত না করে বহাল তবিয়তে বিজেপির কর্মী ও সমর্থকরা উদ্দাম নৃত্য চালালো ডিজে বাজিয়ে,ব্যান্ড পার্টি বাজিয়ে,ফটকা ফাটিয়ে এবং গেরুয়া আবির একে অপরকে রাঙিয়ে দিয়ে।

এখান থেকেই বিতর্ক সৃষ্টি হয়।সাধারণ মানুষের বক্তব্য কালিয়াগঞ্জের বিধায়ক অকাল প্রয়াণ শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের ক্ষতি হল তা নয় তার মৃত্যু সমগ্র কালিয়াগঞ্জবাসীর জন্য যখন ক্ষতি হল তখন বিজেপির মতন একটি সর্বভারতীয় দলের এই ধরনের অসৌজন্যতাবোধের আচরণ কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সাধারণ মানুষের বক্তব্য এটা কি আজ না করলেই হত না। দীর্ঘদিন পর উত্তর দিনাজপুর জেলাবাসী একজন কেন্দ্রীয় মন্ত্রীকে পেয়েছেন বিজেপি দলের তা যেমন আনন্দের বিষয় ঠিক তেমনি কালিয়াগঞ্জের একজন বিধায়কের অকালপ্রয়াণ তা খুবই দুঃখজনক ঘটনা।তাই এই কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকরা আজকে না করলে কি পারতেন না।

তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন,বিজেপি কোন সুস্থ সংস্কৃতি মানে না তাই তাদের পক্ষে সম্ভব হয়েছে এই ধরনের অসৌজন্যতা বোধের পরিচয়।তিনি বলেন আজকের দিনে তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জে যত কর্মসূচি ছিল তারা স্থগিত রেখেছে। কারণ একটাই কালিয়াগঞ্জ এর বিধায়ক মানে সকলের বিধায়ক তাই এই সৌজন্যবোধ তা সকলেরই উচিত।কিন্তু আজকে বিজেপি তা মানে নি।অসীম বাবু বলেন, বিজেপি সাংসদ মন্ত্রী হয়েছেন এটা যেমন বিজেপি কর্মী সমর্থকদের আনন্দের ব্যাপার তেমনি তারা বিজয় মিছিল করবে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজকের দিনে সেই বিজয় মিছিল স্থগিত রেখে অন্য দিন তারা করতে পারতেন কিন্তু তা তারা করেননি।তাই বিজেপির কাছে এর চেয়ে কি আর আশা করা যেতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here