ওয়েবডেস্কঃ
কর্নাটকের কংগ্রেস সাংসদ বি কে হরিপ্রসাদ এক বিস্ফোরক মন্তব্যে বলেন যে পুল ওয়ামা আক্রমণ পাকিস্তান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যাচ গড়াপেটার ফলাফল।
বৃহস্পতিবার ব্যঙ্গালুরুতে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের খোলসা করে বলা উচিত পাকিস্তান ও নরেন্দ্র মোদীর ম্যাচ গড়াপেটা কি না। তাদের অজ্ঞাত অবস্থায় পুলওয়ামা আক্রমণ ঘটা সম্ভব নয়। যদি ঘটনার ক্রম অনুধাবন করা হয় তাহলে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে পাকিস্তানের ম্যাচ গড়াপেটা হয়েছে।”
#WATCH: Congress leader BK Hariprasad says, "if you look at the chain of events that has taken place after Pulwama, it appears that Narendra Modi had a match-fixing with Pakistan people"….. (07.03.2019) pic.twitter.com/MGzklhsBut
— ANI (@ANI) March 8, 2019
কিছুদিন আগেই তিনি বিজেপি সরকারকে আক্রমণ করে প্রশ্ন ছোড়েন, যে সরকার কেরালায় ২ কিলো বিফের খোঁজ রাখতে পারে, সেই সরকার জম্মু-কাশ্মীরে ৩০০ কিলো আরডিএক্সের খোঁজ রাখতে পারেনা?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584