সরস্বতী পুজোয় কম্বল বিতরণ

0
115

সুদীপ পাল,বর্ধমানঃ

blanket distribution
নিজস্ব চিত্র

পুজো মানে শুধু আনন্দ উৎসব, হৈ-হুল্লোড় নয়। পুজো মানে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাংস্কৃতিক বোধের চেতনাকে উদ্বোধিত করা। পূর্ব বর্ধমানের মানকর নিউ রয়েল ক্লাব সরস্বতী পূজা আয়োজন করার সাথে সাথে সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ালো।

নিজস্ব চিত্র

পূজা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে কম্বল বিতরণ সবই করলেন ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব সূত্রে জানা যায় একশোজনের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। যথাযথভাবে সার্ভে করার পর যারা সত্যিই যাঁরা দুঃস্থ, সেরকম মানুষদের হাতে কম্বল তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে।

আরও পড়ুনঃ পড়ুয়া-শিক্ষক-অভিভাবকদের মিলনে সরস্বতী পুজোয় চড়ুইভাতির আমেজ

এই প্রক্রিয়া একদিনে সম্পুর্ণ হয়নি। দীর্ঘদিন ধরে সার্ভে করার পর এই সিদ্ধান্তে আসা হয়েছে কারা কম্বল পাবার উপযুক্ত। ক্লাব কর্তৃপক্ষের তরফে প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক ঈশ্বর লাল পরামানিক বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজে আমরা অগ্রসর হয়েছি।

বিগত বছরগুলিতেও দেওয়া হয়েছে তবে এ বছরে সংখ্যা অনেক বেশি।’ প্রতিযোগিতাগুলিতে যাঁরা স্থান অধিকার করেছিলেন, তাঁদের হাতে দিন পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অলোক মাঝি মানকর গ্রাম পঞ্চায়েত প্রধান মঙ্গলা রুইদাস – সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here