সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদের শেষ প্রান্ত পদ্মা ভাঙ্গন এলাকা নির্মল চরে শীতবস্ত্র বিতরণ করলো ঈশা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশন। তাদের যৌথ উদ্যোগে উন্নত মানের ব্লাঙ্কেট তুলে দেওয়া হয় এলাকার দুঃস্থ মানুষদের। এলাকাবাসীরা খুশি হয়ে পশ্চিমবঙ্গ শাখা আজমল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মুফতি মোঃ নাজমুল হক সাহেব এবং আজমল ফাউন্ডেশন ও ইশা ফাউন্ডেশনের সকল কর্ণধার সহকর্মীদের সার্বিক মঙ্গল কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন দয়ানগর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। তিনি সকল জনগণের উদ্দেশ্যে বলেন, এ সমস্ত অনুদান আসাম রাজ্যের চার তরিকার পীর এবং ধুবড়ির সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব এবং ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা পশ্চিমবঙ্গ শাখা আজমল ফাউন্ডেশন-এর কো-অর্ডিনেটর মুফতি মোহাঃ নাজমুল হক সাহেবের সার্বিক উদ্যোগে মুর্শিদাবাদ, মালদহ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রায় দশ হাজার ব্যক্তিকে এবারের হাড় কাঁপানো শীতে এই উন্নতমানের ব্ল্যাঙ্কেট দেওয়ার কাজ জোর কদমে চলছে।
এছাড়াও ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ, খাদ্যদ্রব্য এবং পানীয় জল সহ বিভিন্ন মানব সেবার কাজ করে থাকেন এই সংগঠন। আজ মুর্শিদাবাদের একদম পিছিয়ে পড়া এলাকা নির্মলচরে তিন’শ জন দুঃস্থ ব্যক্তিদের ব্লাঙ্কেট দেওয়া হল। ব্ল্যাঙ্কেট পেয়ে সকলে অত্যন্ত খুশি হয়ে আবেগ ভরা মনে দোয়া করতে থাকেন এবং সংস্থার কাছে আবেদন করেন যাতে তাদের পানীয় জল ও বসবাসের জন্য বাড়িঘর এবং শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের কিছু ব্যবস্থা করেন।
আরও পড়ুনঃ পিএসইউ-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির নওদার আমতলাতে
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শাখা আজমল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক, অফিসার ইনচার্জ মেহেদী হাসান, অফিস সহায়ক মাওলানা আব্দুল খাবির, কাওসার আলী, মাওলানা শহিদুল ইসলাম মাসাদুল হক জাহিরুল শেখ মিলন রবিউল ইসলাম সহ আরো অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584