দৃষ্টিহীন সখিনা খাতুন প্রতিবন্ধকতা জয় করে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

0
123

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,হরিশ্চন্দ্রপুর,৩০নভেম্বরঃ
কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়।আর মনের অদম্য ইচ্ছা শক্তির জোরে জয় করা যায় সমস্ত প্রতিকূলতাকে।দু চোখ ভরে পৃথিবীকে দেখার সুযোগ দেননি বিধাতা কিন্তু পৃথিবী জয় করার সংকল্প নিয়েই পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে দৃষ্টিহীন সখিনা খাতুন।

লক্ষ্যে অবিচল

সে শুক্রবারি এ.কে হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পাশ করে। বর্তমানে সখিনা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ব্লকের মশালদহ গণপত রায় হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী।সে ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।উক্ত স্কুলে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলছে,সে সব পরীক্ষায় দিয়েছে বলে স্কুল সূত্রে জানাগেছে।বুধবার টেস্টের শেষ পরীক্ষা ছিল দর্শন বিষয়ে।পরীক্ষায় সখিনা কে সাহায্য করার জন্য স্কুলের পক্ষ থেকে একজন সহায়ক লেখক নিযুক্ত করা হয় বলে জানাগেছে ।তার বাবা তাজাবুল হক পেশায় দিন মজুর,বাড়ি গৌড়হন্ড অঞ্চলের শুক্রবারি গ্রামে।সংসারের আর্থিক অনটনের মধ্যেই সখিনা পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
সখিনার এই অদম্য মনোবল দেখে স্বভাবতই খুশি মশালদহ গণপত রায় হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ।উক্ত স্কুলের শিক্ষক তথা মালদা জেলা উচ্চ মাধ্যমিক উপদেষ্টা কমিটির সদস্য মহবুল হক জানান-ছাত্রীটির পড়াশোনার প্রতি আগ্রহ ও অদম্য জেদ আছে।তার এই জেদি মানসিকতা র জন্য আমরা গর্বিত।সে জীবনে সাফল্য লাভ করুক ও প্রতিষ্ঠিত হোক এই কামনা করি।তার পড়াশোনার জন্য আমরা সমস্ত রকমের সহযোগিতা করতে প্রস্তুত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here