ফাঁসিদেওয়ায় ব্লক কৃষি মেলার সূচনা

0
83

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

block agro fair in phansidewa
সূচনা।নিজস্ব চিত্র

বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার লেচুপাকড়িতে শুরু হল ব্লক মাটি কৃষি উদ্যান পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় ও প্রাণী সম্পদ মেলা২০১৮। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার উদ্বোধন করেন মহকুমা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক প্রেমকুমার বরদেওয়া।এর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ির উপকৃষি আধিকর্তা সুজিত পাল,শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য আইনুল হক,শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যাক্ষ ছোটন কিসকু,ফাঁসিদেওয়া ব্লকের বিডিও প্রনয় কুমার মজুমদার, ফাঁসিদেওয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ বসির,জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা।এই মেলায় বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্যের প্রদর্শনীর ব্যাবস্থা করা হয়েছে।থাকছে কৃষি বিষয়ক আলোচনা,থাকছে মহিলাদের জন্য রন্ধন প্রতিযোগীতার ব্যবস্থা। তিন দিনের মেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এদিন ফাঁসিদেওয়া ব্লকের সহকৃষি অধিকর্তা লোকনাথ সরর্মা বলেন যে মূলত কৃষকদের উৎসাহ দিতে এবং চাষবাসের প্রতি আরও বেশি করে আগ্রহ দিতে এই মেলার আয়োজন করা।

block agro fair in phansidewa
নিজস্ব চিত্র

আরও পড়ুন: ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়েও ধোনির অপেক্ষায় কলাবতী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here