নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
পুরাতন মালদহের ভাবুক পঞ্চায়েতের তিনটি গ্রামের ৬০টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন পুরাতন মালদা ব্লকের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বুধবার ভাবুক গ্রাম পঞ্চায়েতের বাথান, মহাজীবনগর ও জহুরি গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করেন স্বাস্থ্য কর্মীরা।
পাঁচ কেজি চাল, দু’কেজি আলু এবং সয়াবিন দেওয়া হয় পরিবারগুলিকে। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এবং বিশেষ ক্ষমতাসম্পন্নদের সাহায্য করতেই স্বাস্থ্যকর্মীরা চাঁদা তুলে ওই ত্রাণ বন্টন করেন।
আরও পড়ুনঃ একটা ফোন, দুঃস্থদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বাম ছাত্র যুবরা
পুরাতন মালদহের ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌভিক দাস জানান, চিকিৎসার পাশাপাশি দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। ব্লকের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের থেকে সংগ্রহ করা চাঁদার টাকায় এই ত্রাণ বিলি করা হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584