নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বিভিন্ন সরকারি প্রকল্পের প্রায় কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপি পরিচালিত চাকনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। নিজের প্রাপ্য অধিকার না পেয়ে বাধ্য হয়ে সংশ্লিষ্ট এলাকার এক বেনিফিশিয়ারি গাজোলের বিডিওর কাছে সরকারি অর্থ তছরুপ এবং দুর্নীতির অভিযোগ জানিয়েছেন।

প্রায় এক কোটি টাকা তছরুপের অভিযোগ সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে। গ্রামীণ এলাকার মানুষদের জন্য রাজ্য সরকার যেভাবে বিভিন্ন পঞ্চায়েত খাতে টাকা বরাদ্দ করেছে সেই টাকাই তছরুপ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে চাকনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বিরুদ্ধে। এদিকে অভিযোগের বিষয়টি হাতে পেয়ে নড়েচড়ে বসেছে গাজোল ব্লক প্রশাসন।
আরও পড়ুনঃ ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর, মোবাইল নম্বর যুক্ত করার বিজ্ঞপ্তি
সম্পূর্ণ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গাজোলের বিডিও উষ্ণতা মুক্তান। এদিকে পঞ্চায়েত ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টিস্যু কালচারের এবং এনআরইজিএস প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের ১০০ দিনের কাজের মাষ্টার রোলের টাকা দেওয়া, কলাগাছ বিলি এবং সেই কলাগাছ পালনের ক্ষেত্রে জালের নেট, বাঁশ, বালতি, সার সব সবকিছু দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ থেকেই এই সরঞ্জামগুলি বেনিফিশিয়ারিদের দেওয়ার কথা। কিন্তু চাকনগর গ্রাম পঞ্চায়েতের টিস্যু কালচার একটি স্কিমের জন্য বরাদ্দ হয়েছে ৫১ হাজার ৪২৫ টাকা। এরকম ১০০টি স্কিমের টাকা বেনিফিশিয়ারিদের না দিয়ে তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। বিডিও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584