মনিরুল হক, কোচবিহারঃ
করোনা আক্রান্তের সংখ্যার বৃদ্ধি ঠেকাতে জুলাই মাসে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহে দুদিন করে লকডাউন জারি করার। সেইমতো জুলাই মাসের ২৩ তারিখ রাজ্যে প্রথম লকডাউন জারি হয়। এরপর জুলাই মাসে হয়েছে তিনটি লকডাউন।
আজ ৫ই আগস্ট বুধবার আগস্ট মাসের প্রথম লকডাউন। অন্যান্য লকডাউনের তুলনায় সাপ্তাহিক এই লকডাউনগুলিকে আরও কড়া ভাবে কার্যকর করতে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী মাত্র কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া ছাড়া বাকি হাট-বাজার, নিত্যপ্রয়োজনীয় দোকান সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আর সেই লকডাউন সফল করতে বুধবার মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা মাথাভাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালান। এদিন বিভিন্ন বাজারে, রাস্তায়, অটো – টোটো, বিভিন্ন যানবাহন এবং সাধারণ মানুষকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করেন তিনি। মুখে মাস্ক না পরার কারণে বহু মানুষকে দাঁড় করান এবং জিজ্ঞাসাবাদ করেন। বিভিন্ন জায়গায় বিনা কারণে আড্ডা দেওয়া বেশকিছু যুবকের পেছনে তারাও করেন। যদিও দৌড়ে পালায় ওই যুবকরা।
আরও পড়ুনঃ লকডাউন ভেঙে হনুমান পুজো ,গ্রেফতার ৫
আজ গোলকগঞ্জ চৌপতিতে এক মোটর সাইকেল আরোহীকে, তার মুখে মাস্ক না থাকায় তার গেঞ্জি খুলে মুখ বেঁধে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে ব্লক প্রশাসন। কোন দোকানপাট খোলা আছে কিনা তার দেখাশোনাও করেন বিডিও। অযথা কাউকে বিনা কারণে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছেন না ব্লকের এই বিডিও। বিডিওর এই অভিযানে সতর্ক হয়ে যান বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।
এদিনের এই অভিযান শেষে মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, “এই কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। সরকারি নির্দেশ অনুযায়ী মানুষ যাতে লকডাউন মেনে চলেন তার জন্য এই অভিযান।
আরও পড়ুনঃ লকডাউন ভেঙে শিলিগুড়িতে গ্রেফতার ৭
করোনা মোকাবিলা করার জন্য সর্বস্তরের মানুষকে সরকারি বিধি নিষেধ মানতে হবে নইলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584