নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই নোভেল করোনা ভাইরাসের জেরে কালোবাজারিতে ছেয়ে গেছে রাজ্যের একাধিক জেলাগুলি, কারণ বর্তমান প্রশাসনের নির্দেশ অনুসারে প্রয়োজন অনুপাতে বাড়ি থেকে কম বেড়ানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্য প্রশাসন, এবার সেই বার্তার সঙ্গে কিছু সোশ্যাল মিডিয়ার গ্রুপ কে একত্রিত করে দৈনন্দিন জিনিসপত্র কেনার হিড়িক পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে, কারণ তাদের মধ্যে ইতিমধ্যেই গুজব মাধ্যমে বার্তা গিয়ে পৌঁছেছে কিছুদিনের মধ্যে কোন কিছুই দৈনন্দিন জীবনের জিনিসপত্র পাওয়া যাবে না।
আরও পড়ুনঃ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সদের বিক্ষোভ
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বাজারে অধিক মূল্যে বিক্রি হচ্ছে আলু,কারণ গুজব অনুযায়ী সাধারণ মানুষ প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ কিনছে এই আলু, এর পরেই দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। এবার সেই আলুর গোডাউন ও কোলাঘাট বাজারে উপস্থিত হয় কোলাঘাট বিডিও মদন মন্ডল, এবং তিনি সাফ জানিয়ে দেন বর্তমানে যে মূল্যে বিক্রি হচ্ছিল এই আলু সেই দামেই বিক্রি করতে হবে এলাকার সমস্ত বিক্রেতাদের।
তা না হলে আগামী দিনে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে সেই বিক্রেতার উপর। কারণ বর্তমান রাজ্য সরকার বলে দিয়েছে বন্ধ হচ্ছে না কোন দোকান বাজার, ফলে এই পদক্ষেপ দেখে যথেষ্ট খুশি হয়েছে এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584