বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের কিরণ চন্দ্র চা বাগান এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।
তাদের অভিযোগ যে,মে মাসের ২৩ তারিখে ওই এলাকায় মারুতি ও স্কুটির সংঘর্ষ হয়।মারুতিটি পর পর পাঁচ জন শ্রমিককে ধাক্কা মারে।আহতদের তড়িঘড়ি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হলে। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরতে না ফিরতেই ফের গুরতর অসুস্থ হয়ে পড়েন আহতরা। এরপর তাদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে। সেখান থেকে তাদের উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আহতদের বিনা চিকিৎসায় ছেড়ে দেওয়া অভিযোগে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে।প্রায় টানা দুঘন্টা চলে অবরোধ। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ রেল লাইনের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ
এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন। যদিও অবরোধের ফলে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি নকশালবাড়ি যোগাযোগ। পুলিশি তৎপরতা যানজট নিয়ন্ত্রণে আসে।স্বাভাবিক হয় শিলিগুড়ি নকশালবাড়ি যান চলাচল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584