শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ
রাজ্য জুড়েই প্রবল বর্ষনে ইতিউতি উঁকি মারছে উন্নয়নের খন্ডচিত্র রাজ্য জুড়েই। কোথাও হাঁটুজল জমেছে নিকাশী ব্যাবস্থায় প্রশাসনিক ঘাটতির প্রয়োজনে, কোথাওবা ভেসেছে ঘরের অন্দর, রান্নাঘর অব্দি জলমগ্ন। রাজ্যজুড়েই প্রবল বর্ষনের নানা প্রভাব পড়েছে মুর্শিদাবাদ জেলা জুড়েও। একটানা বৃষ্টিতে মাটি থেকে উপড়ে গেছে গাছ। কান্দি থানার অন্তর্গত জীবন্তি থেকে গাঁতলা ঘাট হয়ে শেরপুরগামী সুবিন্যস্ত রাজ্যসড়ক। একইসঙ্গে ব্যাস্ততম এই রাস্তা। গত পরশুদিন প্রবল ঝড়বৃষ্টিতে মহালন্দী ও জিয়াখর্দ্দ গ্রামের মাঝামাঝি অবস্থানে, মূল রাস্তার ওপর উপড়ে পড়ে গাছটি।
স্থানীয় মানুষ অপসারণের চেষ্টা করেন। কিন্তু রাস্তার ধারের গাছ, সরকারী আওতায়, তাই তারা জানায় স্থানীয় প্রশাসনকে। কিন্তু তিনদিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও গাছ সরানো হয়নি রাস্তা। রাস্তা আটকে গাছ পড়ে থাকায় যাতায়াতের সমস্যায় ভুগছেন নিত্যযাত্রীরা। অহেতুক সময়ের অপচয়ে আটক থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ। কখনও বা যানজটেরও সৃষ্টি হচ্ছে। এনিয়ে ব্যাপক ক্ষোভ এলাকার সাধারণ মানুষের স্থানীয় প্রশাসনের উপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584