স্বেচ্ছায় রক্তদান শিবিরে সবুজায়নের বার্তা

0
75

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রক্তদান শিবিরে দেওয়া হলো সবুজায়নের বার্তা। শিবিরে আসা অতিথি ও রক্তদাতাদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হলো মেহগনি চারা গাছ।

blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর পুরসভার প্রয়াত প্রাক্তন বাম কাউন্সিলর ও সমাজসেবী রাহুল নাগের প্রথম প্রয়াণ বার্ষিকীকে সামনে রেখে রাহুল নাগ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।রবিবার রবীন্দ্রনগরে নাগ পরিবারের বাসভবনে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা।

blood donation camp | newsfront.co
রক্তদান শিবির।নিজস্ব চিত্র

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কাঞ্চন ধাড়া, ডাঃ সন্ধ্যা ধাড়া,সহ কৃষি অধিকর্তা দিব‍্যেন্দু সামন্ত,মেদিনীপুর কলেজের অধ‍্যাপক সৈকত সরকার,চিকিৎসক ডাঃ আশীষ হাজরা,’শিক্ষারত্ন ‘, গৌতম বসু , মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সুজন বেরা, সভাপতি রিঙ্কু চক্রবর্তী,রক্তদান আন্দোলনের কর্মী জয়ন্ত মুখার্জি, অসীম ধর , শিক্ষক প্রলয় বিশ্বাস, সুদীপ কুমার খাঁড়া, স্নেহাশীষ চৌধুরী, সুভাষ জানা, মণিকাঞ্চন রায়, সুতপা বসু, আল্পনা দেবনাথ বসু, শবরী বসু, স্বর্ণলতা বেরা,অভ্রজ‍্যোতি নাগ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি রক্ষা কমিটির যুগ্ম সম্পাদিত শ্রাবণী নাগ।

আরও পড়ুনঃ ৫০-এ এসএফআই উপলক্ষে রক্তদান শিবির জলঙ্গীতে

নিজস্ব চিত্র
blood donation camp | newsfront.co
রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হলো চারাগাছ।নিজস্ব চিত্র

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অনিন্দিতা শাসমল। শিবিরে ৮ জন মহিলাসহ মোট ৫১ জন রক্তদান করেন।এর মধ্যে একজোড়া দম্পতিও ছিলেন।ধর্মার বাসিন্দা শিক্ষক কৃশানু সিংহ ও তাঁর স্ত্রী মধুমিতা সিংহ একসাথে রক্তদান করেন।

শিবির সফল ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সংস্থার যুগ্ম সম্পাদিকা তথা রাহুলবাবুর কন‍্যা শ্রীজিতা নাগ এবং রাহুলবাবুর স্ত্রী শ্রাবণী নাগ।উল্লেখ্য রাহুলবাবু ২০১৮ সালের ২৩ শে জুলাই প্রয়াত হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here