নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।রক্ত দিলেন ১০০ জনেরো বেশি রক্তদাতা।মেদিনীপুর শহরের অশোকনগর রেনেসাঁস ক্লাবের ৩০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বার্ষিক সাধারণ সভা।
রবিবার সকালে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা।
আরও পড়ুনঃ রক্তদানে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন
উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ হৃষিকেশ দে,নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী,সাহিত্যিক বিদ্যুৎ পাল,রক্তদান আন্দোলনের কর্মী জয়ন্ত মুখার্জী, অসীম ধর, ক্লাবের সভাপতি প্রণব দুবে, সম্পাদক সুব্রত রায় সহ অন্যান্য বিশিষ্ট জনসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।এদিনের শিবিরে ১৭ জন মহিলা সহ ১১৮ জন রক্তদাতা রক্তদান করেন।
পাশাপাশি এদিন ক্লাবের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।সভায় ক্লাবের বিগত একবছরের কর্মসূচি ও আয় ব্যয়ের পর্যালোচনা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584