ফেসবুক গ্রুপের সহযোগিতায় বিয়ের প্রীতিভোজে রক্তদান

0
85

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ফেসবুক গ্রুপ আমরকার ভাষা আমারকার গর্ব-এর সহযোগিতায় ও ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের ছাতিনাশোল এলাকার টিকায়েৎপুর গ্রামের শর্মা পরিবারের উদ্যোগে বিয়েবাড়ির প্রীতিভোজে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টিকায়েৎপুর গ্রামের বাসিন্দা স্বাস্থ্যকর্মী অকেশ শর্মা এবং ছাতিনাশোলের কমলাশোলের বাসিন্দা বর্ণালী জানা।

Blood donation
রক্তদান শিবির। নিজস্ব চিত্র

নিজের বিয়ের প্রীতিভোজে রক্তদান শিবির আয়োজনের ইচ্ছের কথা অকেশ শর্মা কিছুদিন আগে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমরকার ভাষা আমারকার গর্ব”-এর পরিচালকদের জানান। এই ইচ্ছার কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সুবর্ণ রৈখিক ফেসবুক গ্রুপের সদস্যরা। পরিকল্পনা মতো শনিবার বিয়ের প্রীতিভোজের দিন অকেশ বাবুদের বাড়িতে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। শিবিরে মোট ২১ জন রক্তদাতা রক্তদান করেন তাঁর মধ্যে সাতজনই নতুন রক্তদাতা।

Facebook group
নিজস্ব চিত্র

এই শিবিরে রক্তদান করেন ফেসবুক গ্রুপের সক্রিয় সদস্য, গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক তথা পাত্র-পাত্রী উভয়ের শিক্ষক সৌকত আলি সা। সৌকত বাবু বলেন, এই এলাকায় তাঁর দেখা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এটাই প্রথম রক্তদান শিবির।এই ধরনের শিবির আরও অন্যান্যদের উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৌকতবাবু আরোও জানান, এই শিবিরে রক্তদান করতে পেরে তিনি সহ সমস্ত রক্তদাতারাই খুশি। রক্তদাতাদের পক্ষে তিনি এই ধরনের আয়োজন করার জন্য ফেসবুক গ্রুপ ও শর্মা পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।পাত্র অকেশ শর্মা জানান,নিজে স্বাস্থ্যকর্মী হওয়ার কারণে তিনি বিভিন্ন সময়ে রোগীর আত্মীয়দের রক্তের প্রয়োজনে সমস্যায় পড়তে দেখেছেন। সেসব দেখেই নিজের বিয়েতে রক্তদান শিবির করার পরিকল্পনা তাঁর মাথায় আসে। নিজের স্বামীসহ শ্বশুরবাড়ি ও ফেসবুক গ্রুপের এই ধরনের উদ্যোগে খুশি নববধূ বর্ণালী জানা শর্মা।

আরও পড়ুনঃ স্কুল খোলার দাবিতে সুপ্রীম কোর্টের দ্বারস্থ দ্বাদশ শ্রেণীর ছাত্র, ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্যের

শিবিরের স্থানীয় এলাকাসহ মহাপাল, জুনশোলা, বালিপাল, হাতিবাড়ি, একডাল তেঁতুলিয়া, শ্যামসুন্দরপুর, সাঁকরারি, গোপীবল্লভপুর সহ অন্যান্য এলাকার রক্তদাতারা রক্তদান করেন। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে ফেসবুক গ্রুপের পক্ষ থেকে শিবিরে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া,আনন্দ বিশুই, সৌকত আলি সা, কিশোর কুমার রক্ষিত, অনিমেষ সিংহ, প্রমিশ প্রতিম পাঁজা, নরসিংহ পৈড়া, পবন খামরি,উৎপল জানা,সনুপ ঘোষ সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ কান্দিতে কন্যাশ্রী দিবস পালন

ফেসবুক গ্রুপের পক্ষ থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সুবর্ণ রৈখিক ভাষায় লেখা বেশকিছু পুস্তক, গাছের চারা এবং পুষ্পস্তবক উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অন্যদিকে সবুজায়নের বার্তা দিতে শর্মা পরিবারের পক্ষ থেকে রক্তদাতা ও অতিথিদের হাতে একটি করে চারাগাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এদিনের শিবির থেকে রক্ত সংগ্রহ করেন গোপীবল্লভপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here