চন্দ্রকোনায় স্বেচ্ছায় রক্তদান শিবির

0
37

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

করোনা আতঙ্কের মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বাংলার যুব শক্তির উদ্যোগে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির শুরুর আগে রক্তদান শিবিরে উপস্থিত অতিথিগণ ও রক্ত দাতাগণ সকলেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।

blood donation | newsfront.co
রক্তদান শিবির ৷ নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে তারাপীঠের গর্ভগৃহে প্রবেশে ছাড়

এরপর শুরু হয় রক্তদান শিবির ।তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে করোনা পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে ।তাই সেই রক্তের সংকট সমাধানের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। চন্দ্রকোনা দুই ব্লকের বান্দিপুর এলাকায় মঙ্গলবার এই রক্তদান শিবিরে রক্তদান করেন ৬০ জন এলাকাবাসী।

blood donation camp | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুর করোনা হাসপাতালে পর্যাপ্ত বেড খালি আছেঃ মুখ্য স্বাস্থ্য আধিকারিক

করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে রক্তদান শিবিরে সকলে সামিল হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয় ।সেইসঙ্গে জ্বর সর্দি কাশি হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর আহ্বান জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here