নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা ব্লাড ব্যাংকে রক্তের সঙ্কট মেটাতে উদ্যোগ নিল মহকুমা প্রশাসন এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি।এই দিন মহকুমা প্রশাসন এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ও বেস আন নুর মডেল স্কুলের মিলিত উদ্যোগে বুনিয়াদপুর সার্কিট হাউসে আয়োজিত হয় রক্তদান শিবির।
মহকুমা এলাকার প্রায় ২৫ জন স্বেচ্ছায় এদিন রক্তদান শিবিরে অংশ গ্রহণ করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, বেস আন নুর স্কুলের প্রতিষ্ঠাতা খাদেমুল ইসলাম, শিক্ষাবিদ রাসনা উল আলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
আরও পড়ুনঃ দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে এলো সৌরভের ফাউন্ডেশন
এই বিশেষ সংকটকালীন পরিস্থিতিতে মহকুমা প্রশাসন, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি এবং বেস আন নুর মডেল স্কুলের সম্মিলিত উদ্যোগে রক্তদান শিবির আয়োজনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584