নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
গত ২৬ শে জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের অন্তর্গত মোলডাঙা গ্রামের বাসিন্দা গোপাল পাড়ুই অসুস্থ হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া দলিলপত্র পরিবারের লোকেরা দেখেন। তিনি ১৪ পাতার একটি দলিলে লিখে রেখেছেন, “আমি মারা যাওয়ার পর শ্রাদ্ধ করতে হবেনা, পিন্ডদান করতে হবেনা, কিন্তু এমন কাজ করতে হবে যেটা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে।
” তাই পিতার কথা মতো ছেলে বাবার পিন্ডদান নয় যেটা হবে সামাজিক দান, রক্তদানের উদ্যোগ নেয়। তাই গোপাল পাড়ুইয়ের ছেলে সুনীল পাড়ুই তার বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে শুক্রবার নিজের বাড়িতে পিন্ডদানের বদলে রক্তদানের আয়োজন করেছিল।
নিজের পরিবারের সকলেই এবং আত্মীয়-স্বজনদের পাশাপাশি ওই রক্তদান শিবিরে প্রতিবেশীরা সামিল হয়েছিলেন। তাদের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা। মৃতের ছেলে সুনীল পাড়ুই বলেন, “বাবা যেমনটি চেয়েছিলেন তেমন বাবার নির্দেশমতো পিন্ডদান না করে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করেছি।”
আরও পড়ুনঃ রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন জেলাশাসকের
তিনি আরও জানান বাবার শেষ ইচ্ছা ছিল সমাজের জন্য কিছু করার, তাই সমাজের জন্য কর্ম হিসেবে এ রক্তদান কেই বেছে নিয়েছি। অন্যদিকে তন্ময় পাড়ুই জানান, “দাদুর শেষ ইচ্ছে মতো বাবার আদেশে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
আমার বিয়ের সময় রক্তদান শিবিরের মাধ্যমে সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, ঠিক সেই মতো আমার ছেলের অন্নপ্রাশনের সময় রক্তদানের মাধ্যমে সামাজিক কাজকর্ম করেছি, এই সামাজিক কর্ম করে আমরা খুব আনন্দিত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584