নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের হরিশপুর মহাবীর ক্লাব ক্লাব ও সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। এবার ছিল রক্তদান শিবিরের পঞ্চম বর্ষ। এই বছরের রক্তদান শিবিরটি প্রয়াত বিশিষ্ট উদ্যোগপতি রামজী জেঠুয়ার স্মৃতিতে উৎসর্গীকৃত।
শিবিরের উদ্বোধন করেন স্থানীয় হরিশপুর দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পন্ডা। উপস্থিতিতে ছিলেন চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, ক্লাবের সম্পাদক শ্যামাপদ ঘোষ, সভাপতি গোপাল হাটুইসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীসহ বিশিষ্ট জনেরা।
আরও পড়ুনঃ ভারতীয় জীবন বিমার প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির
শিবিরে চার জন মহিলা সহ মোট ৪১ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তসংগ্রহ করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক। এদিনের শিবিরে সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের চারাগাছ উপহার দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584