নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা ভাইরাসের জেরে লকডাউন, আর তার ফলেই রক্তের সংকট তৈরি হয়েছে। রক্তের সংকট মেটাতে রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় শুরু করা হল রক্তদান শিবির। বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্যের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যেখানে উপস্হিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন বিশ্বাস, যুব নেতা সৌমিক হোসেন। রবিবার সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়।
প্রায় ১০০ জন আজকের এই শিবিরে রক্তদান করেছে বলে জানাযায়। রক্তের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত হন এদিনের শিবিরের। ১০০ জনের দেওয়া রক্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে খাগড়াঘাট এলাকায় বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জাগৃতি সংঘ ক্লাবে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ আগামী সোমবার থেকে কোচবিহারে চালু হবে বেসরকারি বাস পরিষেবা
প্রধান অতিথি হিসেবে ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রাজীব হোসেন, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। উক্ত শিবিরে ১০৮ জন রক্তদান করেন বলে খবর। পাশাপাশি কান্দি দোহালিয়া বাইপাসে ফ্লাড সেন্টারে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কান্দি পুরসভার প্রশাসক অপুর্ব সরকার, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার, কান্দি পুরসভার প্রশাসক সদস্য অজয় বড়াল, কান্দি ব্লক বি এম ও এইচ উজ্জ্বল চন্দ্র। প্রায় ১০০জন রক্তদাতা রক্তদান করেন এদিনের এই রক্তদান শিবিরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584