নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের বিধাননগর(পূর্ব) সার্বজনীন দুর্গোৎসব,পরিচালনায় বিবেকানন্দ ক্লাব ও নাগরিকবৃন্দ।
এ বৎসর এই পুজো অষ্টম বর্ষ এসে দাঁড়ালো,এই বৎসর শহরবাসীর চোখ লাগানো পুজোর থিম হিসাবে “সহস্র নয়নের মাঝে শক্তি রুপিনি মা”থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরী করা হচ্ছে প্রতিমা।
এ বৎসর বিবেকানন্দ ক্লাব ও নাগরিক বৃন্দের এই পুজোর বাজেট পাঁচলক্ষ টাকা।তবে এ বৎসর এই পুজোয় এক বিশেষ আকর্ষণ,
দুর্গা পুজোর প্যান্ডেলে কোনো বাঁশ থাকবে না, আয়রন,প্লাই,পালস্টার অফ প্যারিস,ফাইবার এই দিয়ে মণ্ডপ তৈরি হবে।লাইটের কাজ মণ্ডপকে আকর্ষণীয় করে তুলবে,এমনি মনে করছেন বিবেকানন্দ ক্লাব ও নাগরিক বৃন্দরা,বিবেকানন্দ ক্লাব ও নাগরিক বৃন্দের উদ্যোগে সারা বছর কিছু না কিছু ভাবে সমাজসেবা কাজে লিপ্ত থাকেন,আজ খুঁটি পুজো দিয়েই শুরু হয় পুজোর সাজসজ্জার কাজ,এরই পাশাপাশি রক্তের ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদা মেটাতে আজ রক্তদান শিবিরের আয়োজন করে বিবেকানন্দ ক্লাব ও নাগরিক বৃন্দরা,এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করে।
আরও পড়ুনঃ মিশন নির্মল বাংলা প্রচার র্যালি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584