নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে শ্যামাপুজোতে যথেষ্টভাবে মেতে থাকে সকল বাঙালিরা। ইতিমধ্যেই তার প্রস্তুতি এখন তুঙ্গে, ইতিমধ্যেই মন্ডপ শিল্পীরা মণ্ডপসজ্জা কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অপরদিকে মৃৎশিল্পীরা পিছনে পড়ে নেই তারাও তাদের হাতের কারুকার্যে সাজিয়ে তুলছে শ্যামা প্রতিমাকে।
অন্যদিকে এই শ্যামা পূজো উপলক্ষে বিভিন্ন পূজা কমিটি শ্যামা পূজার উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক কর্মসূচিতে মধ্যে ব্যাস্ত থাকেন। অনেক পুজো কমিটি ইতিমধ্যে তাদের বিভিন্ন কর্মসূচী বা সমাজসেবামূলক কাজ করতে শুরু করে ফেলেছেন।
আরও পড়ুনঃ ভয় কাটাতেই মটর কালী পুজোর সূচনা
সেইরকমই পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার মাতৃ সেবক সংঘের পরিচালনায় শ্যামা পূজার উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার, এই রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্ত দান করেন। এই রক্ত দান শিবির উদ্বোধন করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584