কবির হোসেন, মুর্শিদাবাদঃ
সোমবার মুর্শিদাবাদ জেলার সালার হাই স্কুলে আয়োজিত হল রক্তদান শিবির। ‘মা ফাউন্ডেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর উদ্যোগে প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী পার্থ সেনগুপ্তর স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হয় এই রক্তদান শিবির।
এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সালার হাইস্কুলের শিক্ষক নাসিরউদ্দিন খান। রক্তদান শিবিরটির প্রধান উদ্যোক্তা সালারের বিশিষ্ট চিকিৎসক ‘মা’ ফাউন্ডেশনের সহ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলী। এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সালার উপস্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ শিশির সরকার এবং সালার থানার ও.সি ইন্দ্রনীল মহান্ত। এছাড়া একাধিক শিক্ষক ও সমাজসেবীরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ সালারে জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হল অভিষেক ব্যানার্জির জন্মদিন
মোট ৫০ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের স্বাস্থ্যকর্মীরা এই কর্মসূচিতে সহযোগিতা করেন।। এমন মহান উদ্যোগে অংশগ্রহণকারী ব্লাড ডোনারকে সার্টিফিকেট, মেডেল এবং স্মারক হিসাবে ‘দূরবীন’ পত্রিকা দেওয়া হয়। রক্তদান বিষয়ে বক্তব্য ও সচেতনবার্তা দেওয়া হয়। এছাড়া এলাকার কিছু কৃতী ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584