গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন

0
48

শিবশঙ্কর চ্যাটার্জি,দক্ষিন দিনাজপুরঃ

Blood donation camp at south dinajpur
রক্তদাতা। নিজস্ব চিত্র

ত্রিমোহনী সচেতন যুব সংঘের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।আসন্ন লোকসভা নির্বাচনের মুহূর্তে জেলা জুড়ে চলছে চরম রক্ত সংকট।এমন মুহূর্তে স্বাভাবিকভাবে আজকের এই রক্তদান শিবির জেলার রক্ত সংকট কিছুটা হলেও মিটবে।

Blood donation camp at south dinajpur
রক্তদান শিবিরে সঙ্গীতানুষ্ঠান। নিজস্ব চিত্র

রক্তদান কে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন হিলি কলেজের অধ্যক্ষ মাননীয় নর্বু শেরপা মহাশয়,কবি ও সমাজসেবী বিশ্বনাথ লাহা,অধ্যাপক অভিজিৎ সরকার,সমাজসেবী নিলতপল সরকার, সুনীল সরকার, তাপস চক্রবর্তী , প্রদীপ সাহা,সুরজ দাশ,কৌশিক বিশ্বাস,তুষার কান্তি দত্ত প্রমুখ।ত্রিমোহনী এলাকার উদ্যোগী যুবক গোপাল রায় জানান, জেলার রক্ত সংকটময় মুহূর্তে এমন উদ্যোগ নিতে পেরে ভীষণ খুশি।

Blood donation camp at south dinajpur
নিজস্ব চিত্র

এই রক্তদান অনুষ্ঠানকে সফল করতে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইন্সটিউট এর বারো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ পূর্বস্থলীর ফলেয়া রেলস্টেশন বাজারে রক্তদান শিবিরের আয়োজন

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত সংগীত শিল্পী বিপ্লব সাহা এবং কাকা রাইডার্স টিমের সংগীত শিল্পীগণ।আজকের শিবিরে মোট আটচল্লিশ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here