পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রবিবার রামপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে উই আর সেভেন ফাউন্ডেশেনের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামপ্রসাদ গ্রামে এই শিবির হয়।শিবিরে ৫ জন মহিলা রক্তদাতা সহ মোট ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ রমিত দে।দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস চক্রবর্তী সহ সুনীল সরকার, সঙ্গীত দেব প্রমুখ।
উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য চাঁদমনি সরেন যিনি নিজেও রক্তদান করেছেন।গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় এই শিবির সফল হয়েছে বলে মন্তব্য করেন সংগঠনের সভাপতি মেহেবুব মন্ডল।দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সদস্য সুনীল সরকার বলেন, আগামীতে রামপ্রসাদ গ্রামে একটি শিক্ষামূলক কোর্স করানোর উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুনঃ উপস্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় রক্তদান শিবির
জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রমিত দে বলেন,বর্তমান সংকটময় পরিস্থিতিতে এই শিবির খুবই ফলপ্রসূ হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584