নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভীমবার স্নেহাশিস দৃষ্টিহীন বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা। এদিন মোট ২৫ রক্তদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ,সমাজকর্মী নিপু পাল চৌধুরী,সুধীর ঘোষ,সুতপা নন্দী সহ আরও অন্যান্যরা।
এদিন ভীমবার স্নেহাশিস দৃষ্টিহীন বিদ্যালয়ে শিক্ষক আশিস দাস বলেন যে তাদের দেওয়ার মতো কিছু নেই তাই এই রক্তদানের মাধ্যমে কোন রোগীর জীবন বাঁচাবে তাই এই উদ্যোগ এবং সমস্ত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে।
অপরদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ডাক্তার জয়ন্ত কুমার হাজরা জানায়, কর্মজীবনে এই প্রথম তিনি দেখলেন বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে অন্ধ স্কুলের ছাত্র ছাত্রীরা রক্তদান শিবিরের আয়োজন করেছে। তিনি আরো বলেন যে এই ভীমবার স্নেহাশিস দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584